লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাবে চলছে হরতাল, সতর্ক পুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাব চলছে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার কোথাও বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের দেখা যায়নি। পৌর বাস টার্মিনালসহ অন্যান্য স্থান থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। তবে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট রয়েছে খোলা, মানুষের উপস্থিতি কিছুটা কম হলেও জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক।
এদিকে, সকাল ৮টার দিকে বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এছাড়া, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, শনিবার রাতে শহরে হরতালবিরোধী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার নেতৃত্বে শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এ বি সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাহাঙ্গীর লিটন/ইভা
- ২ মাস আগে সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ২ মাস আগে বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫
- ৩ মাস আগে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
- ৩ মাস আগে গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা
- ৩ মাস আগে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ৩ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
- ৩ মাস আগে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত
- ৩ মাস আগে হরতাল-অবরোধ একসঙ্গে ঘোষণা বিএনপির
- ৪ মাস আগে রংপুর মহানগরীতে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি
- ৪ মাস আগে বুধবার রংপুর মহানগরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ৪ মাস আগে মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ৪ মাস আগে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ
- ৪ মাস আগে রাজধানীর পল্টনে বাসে আগুন
- ৪ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের মিছিল
- ৪ মাস আগে গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ কর্মী গ্রেপ্তার