ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

মাগুরার এমপি শিখরের বাবার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সাকিব

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৫ ডিসেম্বর ২০২৩  
মাগুরার এমপি শিখরের বাবার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সাকিব

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য আছাদুজ্জামানের ৩০ তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যেগে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মরহুম আছাদুজ্জামান মাগুরা থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর ছেলে সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য। এ আসনে এবার মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাকিব আল হাসান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান খোকন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপাতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, মরহুম আছাদুজ্জামান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মাগুরা মহকুমা সর্বদলীয়  সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শাহীন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়