ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীকে হুমকি, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩
লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীকে হুমকি, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (৩০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান অভিযোগ করে বলেছেন, ‘ঢাকা থেকে রামগঞ্জে ফেরার পরে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’ 

আনোয়ার হোসেন খান বলেন, ‘আমি জনগণের জন্য নির্বাচন করছি। ভোট করছি, সম্মানের জন্য। সমাজকে কিছু দেওয়ার জন্য। কিন্তু লাইফ থ্রেট (হুমকি), এটাতো ভালো কথা নয়।’ 

তিনি রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন সময় আমার ওপর হামলা হতে পারে। আমাকে লাইফ থ্রেট দেওয়া হচ্ছে। বিষয়টি খেয়াল রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার পক্ষে আওয়ামী লীগের একাংশ কাজ করছে। 

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও হাবিবুর রহমান পবনের বক্তব্য জানা যায়নি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন জেলা প্রশাসন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ প্রমুখ। এছাড়া জেলার ৪টি আসনের ৩১ জন সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুরে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোনো ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের দিন পুরো জেলায় নিরাপত্তার চাদরের মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।

জাহাঙ্গীর/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়