ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে হ্যাটট্রিক জয়ের ইতিহাস গড়লেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৮ জানুয়ারি ২০২৪  
খাগড়াছড়িতে হ্যাটট্রিক জয়ের ইতিহাস গড়লেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ নিয়ে নৌকার প্রার্থী টানা তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান।

আরো পড়ুন:

এ নির্বাচনে খাগড়াছড়ি আসনে সর্বশেষ ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ২ লক্ষ ২০হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তার নিকটতম মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০হাজার ৯৩৮ ভোট। উশ্যেপ্রু মারমা সোনালী আঁশ প্রতীকে ৯ হাজার ৫২৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং মো. মোস্তফা আম প্রতীকে ৮ হাজার ৪৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

মাইনউদ্দিন/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়