ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

শরীয়তপুরে হিটস্ট্রোকে অটো চালকের মৃত্যু 

শরীয়তপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২৬, ২১ এপ্রিল ২০২৪
শরীয়তপুরে হিটস্ট্রোকে অটো চালকের মৃত্যু 

শরীয়তপুর সদরে তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা পরিষদের সামনে অটোরিকশার গ্যারেজে তার মৃত্যু হয়। 

হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মুক্তরের চরের নয়ন মাদবরকান্দি গ্রামের আলী হোসেন চৌকিদারের ছেলে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, দুপুরের দিকে ডিসি অফিসের সামনে হারুনের অটোরিকশার সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। সেখান থেকে তিনি অটোরিকশা নিজে ঠেলে জেলা পরিষদের সামনের অটোরিকশার গ্যারেজে মেরামত করাতে নিয়ে আসেন। সেখানে তিনি অটোরিকশার চাকা নিজে খুলতে থাকেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

এ বিষয়ে হারুনের চাচাত ভাই অ্যাডভোকেট শামসুজ্জামান সেকেন্দার বলেন, হারুন তীব্র গরমের মধ্যে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়। তার কোনো রোগ ছিল না। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু  হয়েছে। 

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েক দিন ধরে শরীয়তপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়