আত্মসমর্পণ করছে কারাগার ভেঙে পালানো কয়েদীরা
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নরসিংদী কারাগার
কোটা সংস্কার আন্দোলেনের সময় নরসিংদী কারাগার ভেঙে পালানো ৮২৬ জন কয়েদীর মধ্যে ৩৩১ জন ইতোমধ্যে নিজ নিজ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (২৪ জুলাই) নরসিংদী জেলা কারাগারে জেল সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছদ্মবেশে দুর্বৃত্তরা নরসিংদী কারাগারে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক হাজার মানুষ একযোগে হামলা চালায়।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘আন্দোলনকারীরা প্রথমে জেলের মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে জেলারের বাসভবনে ভাঙচুর করে আগুন দেয়। একে একে ব্যারাক, হাজতি ওর্য়াড, কম্বল গুদাম, রসদগুদামে আগুন দেওয়ার পর কারাগার ভাঙতে শুরু করে। সব কয়টি কয়েদখানা ভেঙে সাধারণ কয়েদী থেকে শুরু করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবাইকে বের করে নিয়ে যায়। এর মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের সাতজন জঙ্গি ও জেএমবির দুজন নারী জঙ্গি ছিল। ওই সময়ে এক হাজার রাউন্ড গুলি ও ৮৫টি অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।’
সুনিল বিশ্বাস নামে এক প্রক্ষদর্শী বলেন, ‘যে দৃশ্য দেখেছি তা খুবই ভয়াবহ। হাজারের উপর মানুষ জেলা কারাগারে হামলা চালায়। হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র। তারা কারাগারে আগুন দেয়। আসামিরা আনন্দ মিছিল করতে করতে কারাগার থেকে বের হয়। এই কাজ কখনও শিক্ষার্থীরা করতে পারে না।’
অপর প্রত্যক্ষদর্শী আয়ুব হাসান বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে সন্ত্রাসীরা প্রবেশ করে এই নাশকতা করেছে। সাজাপ্রাপ্ত আসামিরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা আবারও ধ্বংস ডেকে আনতে পারে।’
নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাটে ইতোমধ্যে মামলা হয়েছে। ৩৩১ জন্য কারাবন্দী গ্রেপ্তার হয়েছে। ১ হাজার ৮৫ রাউন্ড গুলি ও ৩৯টি অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।’
নরসিংদী জেলা প্রসাশক বদিউল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা কাজ করছি। দোষীদের দ্রুতই শনাক্ত করা হবে। আসামিদের ধরিয়ে দেওয়া এবং অস্ত্র উদ্ধারে সাহায্যকারীকে ৫০ হাজার করে টাকা পুরষ্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।’
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) জেলা কারাগার পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘কারাগারে আগুন দেওয়া এবং আসামি পালাতে সহায়তা ছাত্রদের কাজ না। এটা ছাত্ররা করেনি। ছাত্রদের আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে বিএনপি-জামায়াত ফায়দা লুটছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার সকল পদক্ষেপ নেবে।’
কারাগার পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সরকারি স্থাপনা এভাবে ধ্বংস করা হবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেল থেকে পালানো আসামি ও লুটহওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হৃদয়/সনি
- ২ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৬ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৮ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ১০ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ১০ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ১০ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১০ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ১০ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ১০ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ১০ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ১০ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ১০ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ১০ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ১০ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ১০ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫