সাগর উত্তাল, বন্দরে ৩ নম্বর সংকেত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগর উত্তাল থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের এসব ট্রলার গভীর সাগরে যাত্রা করবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, উপকূলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ইমরান/ইভা