ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

টানা বৃষ্টিতে সড়কে গর্ত, শরীয়তপুর-নড়িয়া যান চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৪

তিন দিনের ভারী বৃষ্টিতে শরীয়তপুরের প্রেমতলা এলাকার সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে শরীয়তপুর সদর-নড়িয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। 

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় দুই পাশের পানি সড়ানোর জন্য একটি পাইপ কালভার্ট বসানো ছিল। তিন দিনের টানা বৃষ্টিতে পাইপ কালভার্টটি ভেঙে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট আকারের যানবাহনকে বিকল্প হিসেবে বালাখানা-শরীয়তপুর সড়কে চলাচলের অনুরোধ করা হয়েছে। সড়কটি সংস্কারে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। 

আরো পড়ুন:

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, তিন দিনের বৃষ্টিতে সড়কের নিচে আগে বসানো পাইপ কালভার্টটি ভেঙে গেছে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়। একটি বেইলি নির্মাণে কাজ করা হচ্ছে। আগামীকাল সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়