ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৩ মে ২০২৫   আপডেট: ১৬:৪৪, ১৩ মে ২০২৫
বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত 

মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় শুকলা বিশ্বাস নিহত হয়

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বড় বোন পারুল বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকলা ও পারুল তাদের অসুস্থ বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসার জন্য মাইক্রোবাসে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মাগুরাগামী ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, মাইক্রোবাসটি দ্রুতগতির ট্রাকের বিপরীতে এলে চালক দিক পরিবর্তনের চেষ্টা করেন, কিন্তু সফল হননি। ফলে সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শুকলা ঘটনাস্থলে প্রাণ হারান।

মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত মনোহর ও পারুলকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং আইনি পদক্ষেপ নিচ্ছে। 

ঢাকা/তামিম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়