ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে হত্যার দায়ে মা ও মেয়ের যাবজ্জীবন 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ মে ২০২৫   আপডেট: ১৬:৫৮, ১৮ মে ২০২৫
টাঙ্গাইলে হত্যার দায়ে মা ও মেয়ের যাবজ্জীবন 

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের কৃষক মো. শামসুল হত্যা মামলায় একই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রাহিমন ও তার মেয়ে রোজিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৮ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় দেন। 

স্পেশাল জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহজাহান কবীর জানান, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শামসুল বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিলেন। পূর্ব শত্রুতারা জেরে ওই গ্রামের আব্দুর রাজ্জাক, তার স্ত্রী রাহিমন, মেয়ে রোজিনা ও এক ছেলে দেশীয় অস্ত্র নিয়ে শামসুল বেধড়ক মারধর করেন। পরে শামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পর শামসুল মারা যায়।

আরো পড়ুন:

তিনি আরো জানান, ঘটনার পর ওই বছরের ২২ ফেব্রুয়ারি শামসুলের স্ত্রী জামিরন বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৭ সেপ্টেম্বর পুলিশ আব্দুর রাজ্জাক, তার স্ত্রী রাহিমন, মেয়ে রোজিনা এবং একশিশুর নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর প্রধান আসামি আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর ২০২১ সালের ১৯ আগস্ট অপর তিন জনের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। একজন শিশু আসামি হওয়ায় শিশু আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছেন।

আইনজীবী মো. শাহজাহান কবীর বলেন, ‘‘সঠিক বিচার পেয়েছি। আশা করছি, শিশু আসামির বিচারও দ্রুত শেষ হবে।’’ 

মামলার বাদী জামিরন বেগম বলেন, ‘‘আমি সঠিক বিচার পেয়েছি। অন্য আসামিকে অভিযোগপত্রে শিশু উল্লেখ করলেও তিনি শিশু নন। তার ফাঁসি দাবি করছি।’’ 
 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়