ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই মাসের বেতন বকেয়া, শ্রীপুরে এমকে ফুটওয়্যার শ্রমিকদের বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৪ মে ২০২৫   আপডেট: ১২:৩২, ২৪ মে ২০২৫
দুই মাসের বেতন বকেয়া, শ্রীপুরে এমকে ফুটওয়্যার শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার প্রায় পাঁচশ’ শ্রমিক। 

শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে তারা মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের এপ্রিল মাসসহ মোট দুই মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে তারা কারখানায় এসে দেখেন, ভেতরের গেটে তালা ঝুলিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কারখানার এক শ্রমিক নাজমুল হাসান বলেন, ‘‘চলতি মাসসহ দুই মাসের বেতন এখনো পাইনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছি।’’  

আরেক শ্রমিক মামুন বলেন, ‘‘ভেতরে প্রবেশ করে দেখি কারখানায় তালা ঝুলানো। সামনে ঈদ, আমরা চলব কীভাবে?’’  

এ বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘‘শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।’’  

বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল কারখানায় পৌঁছায়। শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ জানান, শ্রমিকদের দাবি সম্পর্কে অবগত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিল বকেয়া থাকায় কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বলে তিনি জানান। তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা/রফিক/টিপু  

সর্বশেষ

পাঠকপ্রিয়