ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে পুরোনো কমেন্টের জেরে হুমকি, ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১০ জুন ২০২৫   আপডেট: ২১:৩০, ১০ জুন ২০২৫
ফেসবুকে পুরোনো কমেন্টের জেরে হুমকি, ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাকিল আহমেদ। ফাইল ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) উপজেলার দক্ষিণ জামশা এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

শাকিল আহমেদ দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে ও চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত থেকে আট মাস আগে নিজের ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে কটুক্তিকর কমেন্ট করেন শাকিল। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই কমেন্ট ডিলিট করে দেন তিনি। গতকাল নতুন করে ফেসবুকে ওই কমেন্ট ভাইরাল হয়। এর জেরে রাতে কিছু মানুষজন বাড়িতে গিয়ে শাকিল ও তার পরিবারকে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ। পরে রাত ২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/চন্দন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়