ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে থানা থেকে লুণ্ঠিত পিস্তল উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৯ জুন ২০২৫   আপডেট: ২০:৫৮, ১৯ জুন ২০২৫
চট্টগ্রামে থানা থেকে লুণ্ঠিত পিস্তল উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার

গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ‘ব্লেড মাসুম’ (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের রাণী রাসমনি ঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ওই সন্ত্রাসীকে দাঁড়ানোর নির্দেশ দিলে দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে তাকে ধরতে সক্ষম হয়। 

আরো পড়ুন:

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া প্রেস ব্রিফিংয়ে জানান, রাণী রাসমনি ঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সন্ত্রাসী ব্লেড মাসুম পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি চায়না সেমি-অটোমেটিক পিস্তল, চার রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্লেড মাসুম স্বীকার করেন, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় পিস্তলটি লুট করা হয়। পরে তিনি অস্ত্রটি সংগ্রহ করেন। এ অস্ত্র দিয়ে তিনি নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি করতেন।

ব্লেড মাসুম পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়