ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে হত্যা, গ্রেপ্তার ৩ 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৫  
অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে হত্যা, গ্রেপ্তার ৩ 

গ্রেপ্তার তিন যুবক।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করলে চালক বাধা দেয়। চালককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ায় সময় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে।  

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজে চালক কালীপদ চন্দ্র সূত্রধরকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। তিনি তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল রিকশা ছিনতাইয়ের বাধা দেওয়ায় চালককে কুপিয়ে হত্যা এবং তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

ওসি মোহাম্মদ জাফর ইকবাল জানান, স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে খবর দেয়। আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন, আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দুর্জয় (২০)।

স্থানীয়রা জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রায়টুটী ব্রিজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্রের অটোরিকশা ভাড়া নেয় তিন যুবক। রায়টুটী গোয়ারা ব্রিজে এসে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা চালক কালীপদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই তিন যুবক পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। 

ঢাকা/রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়