ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬০০ কেজি চাল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬০০ কেজি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক অভিযানে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬ হাজার ৬০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য কর্মকর্তা। পরে ব্যবসায়ীদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতীর বিলবর্ণী ও পৌজান বাজার থেকে এ চাল জব্দ করে থানায় নিয়ে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিসুর রহমান খান। 

আরো পড়ুন:

আনিসুর রহমান খান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের বরাদ্দকৃত চাল ডিলারদের কাছ থেকে কিনে নেয় ব্যবসায়ীরা। পরে তারা বেশি দামে বিভিন্ন জেলায় বিক্রি করেন। এমন তথ্যের ভিত্তিতে বিলবর্ণী বাজারের মোহাম্মদ আলীর গুদামে অভিযান পরিচালনা করে ৯৪ বস্তা ও পৌজান বাজারের শাহাবুদ্দিনের গুদামে অভিযান ১২৬ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়ের করা হয়। 
 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়