ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫৯, ২ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা

খাগড়াছড়িতে সহিংসতা চলাকালে আগুনে পুড়িয়ে দেওয়া একটি বাড়ি

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় হত্যাসহ তিনটি মামলা করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় দুইটি হয়। এসব মামলায় হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। 

আরো পড়ুন:

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা ও গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

এদিকে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে বাজারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে আসতে শুরু করেছেন। খাগড়াছড়ির সব সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনো ১৪৪ ধারা বহাল রেখেছে প্রশাসন।

খাগড়াছড়ি সদর থানার ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন এসআই মো. শাহরিয়ার। অপর দিকে গুইমারা থানায় হত্যা, পুলিশের ওপর হামলার অভিযোগে দুইটি মামলা হয়েছে। মামলা দুইটির বাদী এসআই সোহেল রানা।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে গুইমারা পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ছয়দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়