ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:০৯, ২০ অক্টোবর ২০২৫
গাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪

গাজীপুর মহানগরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে তার ওপর হামলা হয়।

আরো পড়ুন:

নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার মাগরিবের নামাজের পর জাহিদুল তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নেন। তিনি পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে বন্ধুদের সঙ্গে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে গেলে ৪-৫ জন সন্ত্রাসী জাহিদুল, তার বন্ধু রহমান ও আরিফ হোসেনের গতিরোধ করে।

এসময় রহমান এবং আরিফ দৌঁড়ে পালিয়ে যান। পরে সন্ত্রাসীরা জাহিদুলকে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়। 

টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‍“ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চারজনকে আটক করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়