ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে এসিড নিক্ষেপ: ২ যুবকের যাবজ্জীবন

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৭ অক্টোবর ২০২৫  
বরিশালে এসিড নিক্ষেপ: ২ যুবকের যাবজ্জীবন

বরিশালে এসিড নিক্ষেপের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক রায় ঘোষণা করেন। 

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন রায়ের তথ্য জানান। তিনি জানান, আসামিদের সঙ্গে বাদীপক্ষের পারিবারিক বিরোধের জের ধরে এসিড নিক্ষেপ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাত সাড়ে ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন উত্তর রফিয়াদি গ্রামের সমিরচন্দ্র ব্যাপারীর বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন স্কুল শিক্ষার্থী উৎপল হাওলাদার ও আশিক মল্লিক। ওই সময় আসামিরা পরিকল্পিতভাবে তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভিকটিমরা গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রায় ঘোষণার পর বাদীপক্ষ বলেন, “বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রথম রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ।”

ঢাকা/পলাশ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়