বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল প্রাথমিক শিক্ষিকার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: রাইজিংবিডি
বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত মুসলেমা খাতুন। দীর্ঘদিন অনুপস্থিতির জন্য কর্তৃপক্ষের কাছে কোনো ছুটির আবেদনও করেননি তিনি। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত নিয়ম অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশেরও জবাব দেননি তিনি। তাই সরকারি বিধি অনুযায়ী, তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘‘চাকরির শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত ও শিশুদের লেখাপড়ার বিঘ্নিত হয়েছে। ওই শিক্ষিকাকে অপসারণের মাধ্যমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।’’
মচকৈল সরকার প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন বলেন, ‘‘২০২২ সাল থেকে বিদ্যালয়ে আসেন না মুসলেমা খাতুন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। যতটুকু জানি, তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন।’’
ঢাকা/শিয়াম/রাজীব