গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চোর সন্দেহে পিটুনিতে শামীম মিয়া (৩৬) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিহতের মা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘মামলায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, হাজিরবাগ, জানিবাগ, পশারগাতী ও কৃষ্ণাদিয়া গ্রামের ৪৩ জনসহ অজ্ঞাত আরো ১৫০ জন তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে।
এর আগে, গত মঙ্গলবার গরু চোর সন্দেহে শামীমসহ ৮ জনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।
আরো পড়ুন: গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭
ঢাকা/বাদল/রাজীব