যশোরে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন অনুষ্ঠিত
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে থেকে রাত পর্যন্ত সুন্দলী বাজারে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে সনাতন সম্প্রদায়র কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেণ, যশোর-৫ আসনের জামায়াত মনোনিত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী, সাহিত্যিক ও গবেষক অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, “বাংলাদেশ সব মানুষের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই এ দেশের সমান নাগরিক। আমরা বিশ্বাস করি, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি দৃঢভাবে আশ্বাস দিচ্ছি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষায় আমরা সর্বদা পাশে থাকব।”
তিনি বলেন, “আমরা দৃঢভাবে বিশ্বাস করি দেশে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা অপরিহার্য। একইসঙ্গে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে, যাতে প্রতিটি ভোট মূল্য পায়।”
তিনি আরো বলেন, “সব দলের জন্য সমান সুযোগ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রশাসনকে নিরপেক্ষ রাখা, হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সৃষ্টি করলেই সামনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে। দেশ,গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার স্বার্থে এই পাঁচ দফা বাস্তবায়ন করে নির্বাচন তফসিল ঘোষণা আমরা বিশ্বাস করি।”
“জনগণ যেন ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারে এটি সরকারকে নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,” যোগ করেন জেলা আমির।
তিনি এলাকার সমস্যা নিয়ে বলেন, “যশোরের মানুষের দীর্ঘদিনের দুঃখ ভবদাহের পানি আটকে থাকা। এই সমস্যা শুধু মুসলমানের নয়, সনাতন ধর্মাবলম্বীসহ সবার। আমরা ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে ভবদাহ সমস্যার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়া হবে। নদী পুনঃখনন, নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্লান গ্রহণ করে মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে।”
সম্মেলনে অন্যদের মাঝে আরো বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, অভয়নগর থানা আমির সরদার শরিফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু চিত্তরঞ্জন বিশ্বাস, বাবু কালিদাস দাস প্রমুখ।
ঢাকা/প্রিয়ব্রত/মেহেদী