ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২০, ৩ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ফাইল ফটো

যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন যশোর কোতোয়ালী থানাধীন শংকরপুর এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’

এদিকে, খবর পেয়ে যশোর সদর হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলেও পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। একই কায়দায় বর্তমান সরকারের আমলেও বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও গণতন্ত্রবিরোধী।’’

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়