ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে মাটি চুরি: ট্রাকসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৪ জানুয়ারি ২০২৬  
কেরানীগঞ্জে মাটি চুরি: ট্রাকসহ গ্রেপ্তার ৩

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে মাটি চুরির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোতাহার, জাহাঙ্গীর ও মিজানুর।

আরো পড়ুন:

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। রাইজিংবিডিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও খনন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

ঢাকা/শিপন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়