ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতের প্রভাব নওয়াপাড়া নদীবন্দরে

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৫ জানুয়ারি ২০২৬  
শীতের প্রভাব নওয়াপাড়া নদীবন্দরে

ফাইল ফটো

তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে যশোরের নওয়াপাড়া নদীবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাজে যোগ দিতে শ্রমিকদের বিলম্ব এবং উপস্থিতি কমে যাওয়ায় মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আসা লাইটার জাহাজের পণ্য খালাসে সৃষ্টি হয়েছে জটিলতা। 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটির আবহাওয়া অফিস সোমবার (৫ জানুয়ারি) যশোর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

আরো পড়ুন:

লাইটার জাহাজের নাবিকরা জানান, শীত ও কুয়াশায় শ্রমিক উপস্থিতি অর্ধেকে নেমেছে। যারা আসছেন তারাও ঠিকমতো কাজ করতে পারছেন না। কুয়াশার কারণে জাহাজ-কার্গো চলাচল ব্যাহত হচ্ছে। 

শ্রমিকরা বলছেন, যানবাহন না পাওয়ায় তারা ঠিকমত কাজে আসতে পারছে না। শীতে কাজ করতে কষ্ট হচ্ছে। 

নোয়াপাড়া নৌ বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, ঘন কুয়াশার কারণে লাইটার জাহাজ চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার কারণে শ্রমিকরাও ঠিকমতো কাজ করতে পারছে না। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ওপর দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। এই নদের পাশেই রয়েছে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথ। ত্রি-মাত্রিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিয়ে এখানে গড়ে উঠেছে নওয়াপাড়া নৌবন্দর।

ঢাকা/রিটন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়