শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে তারেক রহমানের উদ্যোগ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে দুটি বাস উপহারের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
তিনি বলেন, “এর আগে সরকারি আজিজুল হক কলেজে তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়। এর ধারাবাহিকতায় শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে পর্যাপ্ত পরিবহন না থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি কলেজটির জন্য দুটি বাস দেওয়ার আশ্বাস দেন।”
হাবিবুর রশিদ সন্ধান আরো জানান, আসন্ন নির্বাচনের আগেই বাস দুটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগের খবরে সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
ঢাকা/এনাম আহমেদ/জান্নাত