গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামের রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মধ্যবর্তী এলাকায় সকালে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।
নিহতের আনুমানিক বয়স ৩২ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।
এ বিষয়ে কিম্যান জাহাঙ্গীর জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তাকে ফোনে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
ঘটনার পর রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা/রফিক/এস