সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা পরিবহনের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালকসহ পাঁচ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ভুইগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জকলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস। সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে ভুইগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। এনা পরিবহনের বাস চালকসহ ৫ থেকে ৬ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠায় উদ্ধারকারী দল। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান ওসি সুমন চৌধুরী।
ঢাকা/মনোয়ার/এস