ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৭ জানুয়ারি ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

শুক্রবার রাতে অভিযান চালিয়ে এবরান আলীকে গ্রেপ্তার করে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকার মূল্যের হেরোইন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এবরান আলী (৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (১৭ জানুয়ারি) র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত ১টা ৫ মিনিটের দিকে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টি প্যাকেটে রাখা এই বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। উদ্ধারকৃত মাদকসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/সিয়াম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়