ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্র্যাজুয়েটদের চাকুরি দেওয়ায় এগিয়ে যে দেশ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৭ নভেম্বর ২০২০  
গ্র্যাজুয়েটদের চাকুরি দেওয়ায় এগিয়ে যে দেশ

ইউরোপে অধ্যয়নরত বিদেশি কিংবা স্বদেশি সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে স্নাতক শেষে একটি ভাল চাকুরি পাওয়া। ইউরোপে সবদেশে চাকুরি পাওয়ার হার সমান নয়। সাম্প্রতিক এক গবেষণার ফলাফল বলছে, ইউরোপে স্নাতক শেষ করা শিক্ষার্থীদের চাকুরি প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মাত্র ৩১৬ বর্গকিলোমিটারের ছোট দ্বীপরাষ্ট্র মালটা।

‘দ্য নলেজ একাডেমির’ করা এই গবেষণার তথ্য বলছে মালটা চাকুরি প্রদানের ক্ষেত্রটিতে পেছনে ফেলেছে জার্মানি, নেদারল্যান্ড, চেকপ্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও সুইডেনের মতো দেশকে।

মালটায় বর্তমানে চাকুরি পাওয়ার হার শতকরা ৯৪.৫ শতাংশ। অন্যদিকে, জার্মানিতে ৯০.৯ শতাংশ, নেদারল্যান্ডে ৯০.৪ শতাংশ, চেক প্রজাতন্ত্রে ৮৯.৯ শতাংশ, অস্ট্রিয়াতে ৮৯.৪ শতাংশ ও সুইডেনে ৮৮.৩ শতাংশ। ইংল্যান্ডে এই হার ৮৬.৬৫ শতাংশ।

ইউরোপে এই তালিকায় সবচেয়ে নিচের দিকে আছে গ্রিস। সেখানে এই হার ৫২.২ শতাংশ।

ইউরোপিয়ান ইউনিয়ন ২০২০ এর মধ্যে এই হার ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৮২ শতাংশে উন্নীত করার লক্ষমাত্রা নিয়ে কাজ করছে।

ঢাকা/নোবেল

আরো পড়ুন  



সর্বশেষ