ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় ঈদ আনন্দ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৫ মে ২০২২   আপডেট: ১০:০০, ৫ মে ২০২২
কুষ্টিয়ায় ঈদ আনন্দ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়ার মিরপুরে কৃতি শিক্ষার্থী ও দেশসেরা সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) আয়োজক সূত্রে এতথ্য জানা যায়। এর আগে ৪ মে ‌‘আলোকিত আমলা’র আয়োজনে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় বিসিএস সুপারিশপ্রাপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী, কৃতি সাঁতারু ও মেডিক্যাল কলেজে ভর্তির সুপারিশপ্রাপ্ত ১২ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিণী শেফালী আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বুরাপাড়া হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হোসেন, নওদা আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম. পারভেজ, কুষ্টিয়া প্রকাশনের সম্পাদক রাব্বুল ইসলাম খান, সাহিত্যিক। 

আরও ছিলেন ছড়াকার হাসান টুটুল, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ও আলোকিত আমলার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক মারফত আলী, রুয়েট প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও আলোকিত আমলার অন্যতম সংগঠক কাঞ্চন কুমার হালদার, আমলা-সদরপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাইফুজ্জামান হিরা, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হক মিল্টন, শোয়াইব আনসারি টুটুল, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল্লাহ পিন্টু, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, পারমিটন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক রাজা, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, শামিম রেজা। 

এ ছাড়াও, ছিলেন কামরুজ্জামান রাজু, জাহিদুল ইসলাম মিল্টন, কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সভাপতি ফরিদ উদ্দিন, আলোকিত আমলার অন্যতম সংগঠক হাফিজ-আল-আসাদ সোহাগ, সজিব আহম্মদ, রতন, সাইফুল ইসলাম, নাজমুল, সুমন, মাসুম, সুফিয়ান, তুহিন, আশিক, ইমরান, জিনারুল ইসলাম। 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সফলতার গল্প তুলে ধরেন এবং বক্তারা তাদের আলোচনায় আলোকিত আমলার সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান। ভিডিও চিত্রের মাধ্যমে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

কাঞ্চন/এইচএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়