ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৭ মে ২০২৫   আপডেট: ১৭:০৩, ১৭ মে ২০২৫
চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধায় নিয়ে আসার দাবি জানিয়েছে শাখা শিবির। একইসঙ্গে এ সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার (১৭ মে) সাড়ে ১২টায় এ নিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। 

আরো পড়ুন:

পোস্টে তিনি বলেন, “চবি আয়তনে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে আবাসনের ব্যবস্থা আছে মাত্র ১৮% শিক্ষার্থীর। বাকি ৮২% শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে।” 

তিনি বলেন, “আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে। শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে।”

পোস্টের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, “পূর্ণাঙ্গ আবাসন সুবিধা এবং এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়টি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। দ্রুত এ বিষয়ে আমরা কর্মসূচি জানাব।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়