ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৮ মে ২০২৫   আপডেট: ২২:৪১, ১৮ মে ২০২৫
বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন

‎‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের বৈষম্য বন্ধ ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।

‎রবিবার (১৮ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

‎এ সময় বক্তারা বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি পেশাদার ডিগ্রি। ৪ বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করতে হয়। অথচ চাকরির ক্ষেত্রে পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়, যা খুবই হতাশাজনক।

আরো পড়ুন:

‎বেরোবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম সবার পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন।

‎দাবিগুলো হলো- নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পরীক্ষার মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে, কোটাভিত্তিক বা অন্য নামে পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না; দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে; বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং এ সংক্রান্ত আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।

‎সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহিন বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অবৈধ বা অযৌক্তিক নয়। বরং এটি আমাদের পেশাগত সম্মান রক্ষার লড়াই। ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলতে পারেন, কিন্তু বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করা মোটেই গ্রহণযোগ্য নয়।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়