ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘শোক দিবস’ পালিত

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৬ জুলাই ২০২৫  
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘শোক দিবস’ পালিত

জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারত করছেন অতিথিরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ’ ও ‘শোক দিবস’ পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের ১ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচি এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়।

আরো পড়ুন:

প্রথমে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কালো ব্যাজ ধারণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

এরপর জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হয়। জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আ. হ. ম. এনামুল হক লিটন ও মোছা. নাজমুন নাহারের সন্তান ইনতিশারুল হক গত বছর ৫ আগস্ট গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন। কবর জিয়ারত শেষে শহীদ ইনতিশারের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য।

এদিকে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। 

শহীদ ও শোক দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়