ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্য নিরসনের দাবিতে বেরোবির প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৫ আগস্ট ২০২৫  
বৈষম্য নিরসনের দাবিতে বেরোবির প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে নিজেদের ন্যায্য দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা ‘অধিকার আন্দোলন’ ব্যানারে প্রধান ফটকে সমবেত হন।

আরো পড়ুন:

পরে সেখান থেকে ২ কিলোমিটার দূরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর খামার মোড় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সেখানে তারা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উন্মুক্তকরণ এবং বিএসসি পাশ করা ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার না বলাসহ তিন দফা দাবি উপস্থাপন করেন। প্রকৌশল খাতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিও জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসির পর ৪ বছর মেয়াদি পলিটেকনিক কোর্স সম্পন্ন করে ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেডে প্রভাব বিস্তার করছে, যা পুরোপুরি নিয়মবহির্ভূত। 

তারা বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ৪ বছর মেয়াদি অনার্স ও ১ বছর মেয়াদি মাস্টার্স সম্পন্ন করার পরও দশম গ্রেডে চাকরির আবেদন করতে পারছি না। পাশাপাশি নবম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রেও মেধা অবমূল্যায়িত হচ্ছে এবং ডিপ্লোমাধারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

পরে প্রধান প্রকৌশলীর বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, আহসানুজ্জামান রাফি, আরাফাত হোসেন প্রমুখ।

অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে একই দিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাত দফা দাবিতে আন্দোলন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন নবম ও দশম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

একইসঙ্গে বিরুদ্ধাচরণকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তারা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আহ্বায়ক আজহারুল হক।

ঢাকা/আমিরুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়