ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিস্থিতি খুবই ভালো: হামিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৫
পরিস্থিতি খুবই ভালো: হামিম

মঙ্গলবার সকালে টিএসসি কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এবং পরিস্থিতি খুবই ভালো বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে টিএসসি কেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “ভোটের পরিস্থিতি খুবই ভালো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।”

আরো পড়ুন:

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, “এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো। কিছু অভিযোগ উঠেছে তবে আমরা নিজেরা এখনো সেসব প্রত্যক্ষ করিনি। দেখা যাক, শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন হয়।” 

শেখ তানভীর বারী হামিম বলেন, “আগে নির্ধারিত কোনো নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক আজ হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন। এই একটা সমস্যাই আমরা দেখেছি। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।” 

আজ সকাল ৮টায় ভোট কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলবে এই ভোটগ্রহণ।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়