জিইউবির সাংবাদিকতা বিভাগে ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’
ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ওয়ার্কশপে মূল বক্তব্য দেন রেডিও বিক্রমপুর এফএম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার আউলাদ হোসেন খান।
গ্রিন ইউনিভার্সিটির (জিইউবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসের জেএমসির মিডিয়া ল্যাবে এই ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ হয়। ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘ওয়ার্কশপ অন ক্যাম্পাস জার্নালিজম অ্যান্ড নিউজ স্টুডিও অপারেশন।’
বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। ওয়ার্কশপে মূল বক্তা ও ফ্যাসিলিটেটর ছিলেন রেডিও বিক্রমপুর এফএম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আউলাদ হোসেন খান। আরো বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. শাহ নিস্তার জাহান কবীর।
ওয়ার্কশপে ‘ক্যাম্পাস মিডিয়া’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির। এছাড়া ‘ক্যাম্পাস মিডিয়া কনটেন্ট’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেএমসির ২২২ ব্যাচের শিক্ষার্থী মোমেনুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন জেএমসি মিডিয়া ক্লাব মডারেটর ও প্রভাষক মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম।
ওয়ার্কশপ উপস্থাপনায় ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ইমু আক্তার মীম।
ঢাকা/এসবি