কুবিতে খেলার মাঠে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মার্কেটিং বনাম প্রত্নতত্ত্ব বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং সদস্য সচিব হিসেবে শারীরিক শিক্ষা দপ্তরের ডেপুটি প্রধান মনিরুল আলম। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল ইসলাম বিদ্যুৎ।
এ নিয়ে তদন্ত কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “রবিবার (২ নভেম্বর) চিঠি পাওয়ার পরেই আমরা তদন্ত শুরু করে দিয়েছি। দুই পক্ষেরই বক্তব্য নেওয়া হচ্ছে। পরবর্তীতে ভিডিও দেখে শনাক্ত করার চেষ্টা করব। নতুন কারো নাম আসলে তখন তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।”
গত ২৩ অক্টোবর দুই বিভাগের মধ্যকার খেলায় মারামারির ঘটনায় তৎকালীন ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এছাড়াও এ ঘটনায় ২৬ অক্টোবর প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়রা মার্কেটিং বিভাগকে টুর্নামেন্ট থেকে পাঁচ বছরের নিষিদ্ধ করার দাবি জানায়।
ঢাকা/এমদাদুল/মেহেদী