ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবি ও ইবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৬ জানুয়ারি ২০২৬  
হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবি ও ইবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চ ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন:

এ সময় নোবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী কণ্ঠগুলোকেই পরিকল্পিতভাবে টার্গেট কিলিং করা হচ্ছে। হাদি হত্যাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
শিক্ষার্থী আব্দুর রহমান সাকিব বলেন, “বহু জুমাবার পার হলেও হাদি ভাইয়ের বিচার হয়নি। তার সংগ্রাম থেমে যাবে না, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।”

একইদিন ইসলামী বিশ্ববিদ্যালয়েও হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৩০ দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা বিচারহীনতার সংস্কৃতিকেই প্রমাণ করে। নারী শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, বিপ্লবের জন্য জীবন দেওয়া একজন মানুষের হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে—এটি রাষ্ট্রীয় ব্যর্থতা।

শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই হত্যাকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে, নতুবা আন্দোলন আরও জোরদার হবে।”

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি ঢাকা মেডিকেলে ভর্তি হন। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ২০২৫ তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা/শফিউল্লাহ/তানভীর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়