ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাসরুর আরেফিনের নেতৃত্বে এবিবির নতুন কমিটি

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৫ জানুয়ারি ২০২৬  
মাসরুর আরেফিনের নেতৃত্বে এবিবির নতুন কমিটি

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একই সঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছরের নতুন কমিটি নির্বাচন করা হয়।

নতুন কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংক পিএলসি’র এমডি হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি’র এমডি মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র এমডি মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া, এনআরবি ব্যাংক পিএলসি’র এমডি তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসি’র এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান মাসরুর আরেফিনের ব্যাংকিং খাতে ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে সাত মাস এবিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশে SWIFT Members & Users Group (SMUGB)-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নব-নির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন এবং ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।-বিজ্ঞপ্তি

 ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়