ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৬ জানুয়ারি ২০২৬  
ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

সপ্তাহের তৃতীয় কার্যদিবস (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন ঘটলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, মঙ্গলবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, দুপুর ১টা ৫০ মিনিটের পর থেকে তা পতনমুখী হতে থাকে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির।

এদিন ডিএসইতে মোট ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২২.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৫৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮.২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে ৮৫৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৬.২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

সিএসইতে ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়