ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা কলেজসহ ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
ঢাকা কলেজসহ ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

অধ্যাপক এ কে এম ইলিয়াস। ছবি সংগৃহীত

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস।

রোববার (১৫ সেপ্টেম্বর) উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরো পড়ুন:

এই আদেশে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের হিসাববিজ্ঞানের অধ্যাপক মো. আবদুল হামিদকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদপুরের সারদা সুন্দরী কলেজের (ইনসিটু) বাংলার অধ্যাপক মো. তালুকদার আনিসুল ইসলামকে কলেজটির উপাধ্যক্ষ, রংপুরের কারমাইকেল কলেজের বাংলার অধ্যাপক মুহা. হামিদুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুর সরকারি কলেজের (ইনসিটু) বাংলার অধ্যাপক মো. আশরাফুল ইসলামকে দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ করা হয়েছে।

এছাড়াও রংপুরের বেগম রোকেয়া কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।

এদিকে আরও শিক্ষা ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

/রায়হান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়