Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

সতর্ক নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৭ জুন ২০২১  
সতর্ক নওয়াজউদ্দিন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। করোনা মহামারির এই সময়ে বেশ সতর্ক তিনি।

বর্তমানে ভারতের উত্তরাখাণ্ডে নিজ গ্রাম বুধানায় অবস্থান করছেন নওয়াজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই শুটিংয়ে ফিরতে চান না তিনি।

এই অভিনেতার ভাষায়, ‘আমি জানি লকডাউন শীথিল হচ্ছে ও শুটিং শুরুর পরিকল্পনা চলছে। আমরা সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শুটিং করতে পারব। এটা খুবই খুশির খবর। কিন্তু এখনই শুটিংয়ে ফেরাটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা আমি জানি না।’

গ্রামে বেশ ভালো সময় কাটাচ্ছে বলে জানান তিনি। নওয়াজউদ্দিন বলেন, ‘মুম্বাইয়ে যা করতে পারি না তা এখানে করছি। যেমন: নিজের জমিতে চাষ করা, সবজি উৎপাদন। বিগত কয়েক বছর অনেক সিনেমা করেছি। যতদিন ইচ্ছা বিরতিতে থাকতে পারি। বুঝতে পারছি, সামনে অনেক কাজের চাপ অপেক্ষা করছে। কিন্তু যতদিন নিজেকে সুরক্ষিত মনে করছি না, শুটিংয়ে ফিরব না। আমার মন সায় দিচ্ছে না।’

নওয়াজের ঝুলিতে একাধিক প্রজেক্ট রয়েছে। এই অভিনেতা বলেন, ‘২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত আমি দু’টি সিনেমা শেষ করেছি— সঙ্গিন এবং জোগিরা সা রা রা। এছাড়া আমার ভাইয়ের বোল চুড়িয়া সিনেমার বড় অংশের শুটিং শেষ করেছি। একটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন করেছি। এই কাজ আমার এক বছরের জন্য যথেষ্ট। যদি বাকি বছরগুলোতে কাজ না পাই তবুও সমস্যা নেই।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়