ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:১৪, ১২ জানুয়ারি ২০২৫
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

শাকিব খান

স্বপ্ন নিয়েই চলমান বিপিএলে দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশার আলো হয়ে আজ ৬ষ্ঠ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস ও সানজিদ।

অপরাজিত থেকেই লিটন দাস মাঠ ছাড়েন। শেষ ওভারে শেষ বলটাও উড়িয়ে মাঠের বাইরে পাঠান। তার হিসাবের খাতায় জমা হয়— ৫৫ বলে ১২৫ রান। যার মধ্যে ১০টি চার ও ৯টি ছয় ছিল। নিঃসন্দেহে বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে এটি।

আরো পড়ুন:

লিটন-সানজিদের পারফরম্যান্স দেখে মুগ্ধ শাকিব খানও। তার উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এই নায়ক। আজ সন্ধ্যায় দেওয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন— “টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। বিপিএলের ইতিহাসে নাম্বার ওয়ান পার্টনারশীপ।” হ্যাশট্যাগে এ নায়ক লেখেন, “ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫।”

শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন—যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ।

সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়