ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি: সুমি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:৩৫, ১৫ এপ্রিল ২০২৫
অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি: সুমি

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান লাবু নির্মাণ করেছেন ‘আতরবিবিলেন’ সিনেমা। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক। প্রচারের অংশ হিসেবে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার।

টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক লাবু। সিনেমাটিতে ‘আতরবিবি’ চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার পরিচিত মুখ গোলাম মুস্তফা প্রকাশ।

আরো পড়ুন:

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। 

‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ‘আতরবিবিলেন’ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ক্যারিয়ারের জন্য সিনেমাটিকে খুব চ্যালেঞ্জিং, গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই অভিনেত্রী। 

ফারজানা সুমি বলেন, “সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। গত বছর রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। সিনেমাটি দেখে দর্শক উপভোগ করলে সব শ্রম সফল হবে।”

ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমার শুটিং হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়