ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাপ উদ্ধার করলেন সোনু সুদ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৭:০৭, ২০ জুলাই ২০২৫
সাপ উদ্ধার করলেন সোনু সুদ (ভিডিও)

এভাবে সাপটি ধরেন সোনু সুদ

আবাসিক ভবনের নিচে ছুটে যাচ্ছে একটি সাপ। দক্ষিণী সিনেমার অভিনেতা সোনু সুদ গিয়ে সাপটি ধরে ফেলেন। তারপর নিরাপদে সাবটি ব্যাগে ভরে ফেলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এ ভিডিওর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, “সর্বত্র শিব।” 

সাপটি ধরতে ধরতে কথা বলেন সোনু সুদ। এ অভিনেতা বলেন, “সাপটি আমাদের সোসাইটিতে প্রবেশ করেছিল। এটি একটি ইঁদুর সাপ, বিষহীন। তারপরও আমাদের খুব সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে আমাদের সোসাইটিতে এটি প্রবেশ করে, আবার আসলে পেশাদার কাউকে ডাকবেন। আমি এটি ধরার সুযোগ পাই, তাই এটি ধরে ফেলেছি, তবে সাবধান থাকুন। সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সবসময়ই পেশাদার কাউকে ডাকবেন, এভাবে ধরার চেষ্টা করবেন না।”

আরো পড়ুন:

অভিনেতা সোনু সুদকে সাপ ধরতে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে তার প্রশংসা করছেন। তৌফিক লেখেন, “সত্যিকারের নায়ক।” রশ্মি লেখেন, “আপনার ভয় লাগছে না স্যার?” মোজ্জাফর লেখেন, “সোনু স্যার, আপনি অসাধারণ।” সাপটি না মেরে উদ্ধার করায় নেটিজেনদের অনেকে অভিনেতার প্রশংসা করেছেন। 

গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় রয়েছেন সোনু সুদ। বিশেষ করে করোনা সংকটের সময়ে অর্থনৈতিক সহযোগিতা করে দারুণ প্রশংসা কুড়ান। কয়েক দিন আগে মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাড় উপহার দিয়েছেন এই অভিনেতা।  

সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্রীমন্ত’। ২০২৩ সালে মুক্তি পায় এটি। বর্তমানে অভিনয়ে খুব একটা সরব নন তিনি। তার হাতে এখন তামিল ভাষার ‘মধ গজ রাজা’, হিন্দি ভাষার ‘ফতেহ’ সিনেমার কাজ রয়েছে। ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সোনু সুদের। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়