ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

মেলায় জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘পথ হারিয়ে পথে’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘পথ হারিয়ে পথে’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের উপন্যাস ‘পথ হারিয়ে পথে’।

উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। এটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটি লেখকের ষষ্ঠ উপন্যাস।

কাহিনি: শুনশান দুপুর। শীত ফুরিয়ে আসছে। ফাগুনের আগুন দেখা না দিলেও তাঁতানো রোদের ঝাঁঝ খানিকটা জানান দিচ্ছে। শীত যাই যাই করেও ভোর রাতে উঁকি দেয় জানালা গলিয়ে। দিনে আবার উল্টোটা। ঝাঁ চকমকে রোদ জানিয়ে দেয় লিলুয়া বাতাস আসছে। আজকের রোদটা সম্ভবত যুবতী রোদ। তাঁতানো আগুন না থাকলেও তেজ ঘরের ভিতর থেকেই আঁচ পাচ্ছে বনলতা। উত্তরের জানালার পর্দাটা দুলছে হালকা বাতাসে। আর সেই ফাঁক গলে ঝলমলে আকাশটা দেখতে মন্দ লাগছে না। চায়ের কাপটা গুনে গুনে একশ বার ঘোরানো শেষে থামল বনলতা। আশালতা পাশের ঘরে এখনো ঘুমাচ্ছে। একবার গিয়ে দেখে আসা দরকার। ঢাকার যে অবস্থা। মশা-মাছি একবার শরীরে ছুঁয়ে দিলে আর রক্ষা নেই। এমনিতেই বিপদের অন্ত নেই বনলতার। বুনো লতার মতই আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে এখানে ওখানে। জীবন সংগ্রামে পথ হারিয়ে বার বার খুঁজে নিচ্ছে পথের ঠিকানা।

এভাবেই প্রবাহমান স্রোতের মতো এগিয়ে চলে উপন্যাসের চরিত্র বনলতার জীবন। এগিয়ে চলে উপন্যাসও। পথ হারিয়ে পথের কাহিনি মূলত সমকালীন সমাজে একলা-মা বা সিঙ্গেল মাদারদের কষ্টগাঁথা, স্বপ্ন দেখা ও বেঁচে থাকার লড়াইকে উপজীব্য করে এগিয়ে যায়।



ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়