ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

করোনায় ভারতে টোল আদায় বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ভারতে টোল আদায় বন্ধ

করোনার সংক্রমণ রুখতে ২১ দিনের জন্য লকডাউন ভারত। ২৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অবরুদ্ধ ভারতে জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনকে কোনো টোল দিতে হবে না।

ভারতে লকডাউন ঘোষণার পর থেকে খাদ্য, দুধ ও পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের (পিপিই) মতো গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এসব পণ্য যেন নির্বিঘ্নে প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য ভারত সরকার সব ধরনের টোল সংগ্রহ বন্ধ করেছে।

রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মন্ত্রণালয়ের নিতিন গারকারি টুইটারে লিখেছেন, ‘কোভিড-১৯ এর কারণে ভারতের সব টোল প্লাজায় টোল সংগ্রহ বন্ধের সাময়িক আদেশ দেওয়া হয়ে। এতে কেবল নির্বিঘ্নে জরুরি সেবাই নিশ্চিত হবে না, সময়ও বাঁচবে।’

তবে এই সময়ে কোনো ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করে এমন যানবাহনই কেবল কারফিউ পাস নিয়ে চলতে পারবে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়