ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০ উপপত্মীকে নিয়ে জার্মানিতে ‘সেলফ আইসোলেশনে’ থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ উপপত্মীকে নিয়ে জার্মানিতে ‘সেলফ আইসোলেশনে’ থাই রাজা

হারেমের ২০ উপপত্মীকে নিয়ে জার্মানির একটি বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ আছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। ব্রিটিশ সংবাদাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

জার্মানির দক্ষিণের শহর বাভারিয়ার গ্র্যান্ড হোটেল সোনেনবিচলের সবকটি কক্ষ রাজা ভাড়া নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, স্থানীয় জেলা কাউন্সিলের অনুমতি নিয়ে ৬৭ বছরের রাজা পুরো হোটেল বুকিং দিয়েছেন। উপপত্মীরা ছাড়াও রাজার সঙ্গে রয়েছেন তার চতুর্থ স্ত্রী। করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় রাজা তার পারিষদের ১১৯ সদস্যকে থাইল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন।

জার্মানিকে রাজা মহা ভাজিরালংকর্নের সেকেন্ড হোম বলা হয়। অধিকাংশ সময় রাজা থাইল্যান্ডের পরিবর্তে জার্মানিতেই অবস্থান করেন।

থাইল্যান্ডে এ পর্যন্ত এক হাজার ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাত জন। অনলাইনে অনেকেই প্রশ্ন তুলেছেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে রাজা দেশ ছেড়ে কেন ইউরোপে। অবশ্য থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, রাজপরিবারের প্রকাশ্য সমালোচনা নিষিদ্ধ।  এ ধরনের অপরাধ করলে কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়