ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

আমাজনেও মিললো করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাজনেও মিললো করোনা রোগী

আমাজন বনের একটি গ্রামে উপজাতি এক নারীর দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

বুধবার (১ এপ্রিল) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি গ্রামে কোকামা উপজাতির ১৯ বছর বয়সি এক নারীর দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এ বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুর্ভাগ্যবশত, আমদের একজন উপজাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে ওই নারীর নাম এবং পরিচয় বিস্তারিতভাবে বলা হয়নি।

জানা গেছে, আক্রান্ত ওই নারী একজন স্বাস্থ্যকর্মী যিনি আমাজনের দুর্গম গ্রামগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেন। সম্প্রতি সময়ে গলা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হন ওই নারী।

এদিকে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাজনে করোনা ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়