ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনে ২০ বছরে উত্তর ভারতে বায়দূষণ সবচেয়ে কম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউনে ২০ বছরে উত্তর ভারতে বায়দূষণ সবচেয়ে কম

ভারতে লকডাউন এক মাস হতে চললো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের না হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। গাড়ি চলছে না, বন্ধ স্কুল-কলেজ ও কলকারাখানা। এই সুযোগে প্রকৃতি অপরূপ রূপে সেজেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানালো, উত্তর ভারতে ২০ বছরে বায়ুদূষণ সবচেয়ে কম।

শীতকাল এলেই উত্তর ভারত, বিশেষ করে দিল্লিতে বায়ুদূষণ অতিষ্ঠ করে তোলে জনজীবন। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে বিশুদ্ধ বায়ু ভারতজুড়ে। নাসা তাদের স্যাটেলাইট সেন্সর ব্যবহার করে এই অভাবনীয় পরিবর্তন লক্ষ করেছে। ২০১৬ থেকে ২০২০ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের বায়ুমন্ডল যাচাই করেছে নাসা।

নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের ইউনিভার্সিটি স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত বলেছেন, ‘আমরা বুঝতে পারছিলাম লকডাউনের মধ্যে বায়ুমন্ডলের অনেক জায়গায় পরিবর্তন দেখতে পাবো। কিন্তু বছরের এই সময়ে এসে এতটা পরিবর্তন দেখতে পাবো, বিশ্বাসই হচ্ছে না।’

লকডাউনের কারণে শুধু ভারতের আকাশই যে বদলেছে তা নয়, পুরো বিশ্বজুড়ে কলকারখানা ও যানবাহন বন্ধ থাকায় বৈশ্বিক দূষণ কমতে শুরু করেছে ব্যাপক হারে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়